ইনসাইড আর্টিকেল

কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, কেন? 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/06/2021


Thumbnail

ঘন ঘন বৃষ্টি হওয়ায় মশার উপদ্রব বাড়ছে। মশা মারতে নানা রকম প্রতিরোধক ব্যবহারের পরও যেন নিস্তার পাওয়া যাচ্ছেনা মশার হাত থেকে। প্রাণঘাতী জীবাণুবাহী মশার কামড়ে রোগাক্রান্ত হয়ে অনেক মানুষ মারা মারা যাওয়ার দৃশ্যও আমরা দেখেছি দেশে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, বাইরে কোথাও একসাথে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন এমন সময় কিছু বন্ধুকে মশা একটু বেশিই কামড়াতে দেখবেন। সব মানুষকে কামড়ালেও কাউকে কাউকে নাকি একটু বেশি কামড়ায় মশা—এমন অভিযোগ অনেকের রয়েছে। চলুন এই অভিযোগের সত্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক :

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক সম্প্রতি মশা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। এতে দেখা যায়, কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিকের পরিমাণ বেশি মাত্রায় থাকে। সে গন্ধেই মশার দল সেসব মানুষের প্রতি অন্যদের তুলনায় অধিক আকৃষ্ট হয়।

গবেষণা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ইউসি ডেভিস ইউনিভার্সিটির অধ্যাপক লার্ক কফি জানান, মশারা মূলত মানুষের শরীরের গন্ধ ও নিশ্বাসের মাধ্যমে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আকৃষ্ট হয়। প্রত্যেক মানুষের শরীরের গন্ধ স্বতন্ত্র। ত্বক থেকে নিঃসৃত ল্যাকটিক এসিডের গন্ধ মশাদের বেশি আকৃষ্ট করে।

এই অধ্যাপকের মতে, যাদের শরীর বেশি ঘামে, তাদের বেশি কামড়ায় মশা। এ ছাড়া অন্যদের চেয়ে যেসব ব্যক্তির শরীর থেকে বেশি ল্যাকটিক এসিড নির্গত হয়, তাদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয় ও বেশি কামড়ায়।

এ ছাড়া দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষায় রক্তের গ্রুপের প্রভাবের কথাও উঠে এসেছে। গবেষকরা জানান, ও পজিটিভ রক্তধারীদের বেশি কামড়ায় মশা। এ ছাড়া অধিক মেদযুক্ত ব্যক্তিও থাকেন মশাদের প্রিয় মানুষের তালিকায়। যাঁরা নিয়মিত মদপান করেন, তাঁদের জন্যও দুঃসংবাদ উঠে এসেছে গবেষণায়। গবেষকদের মতে, নিয়মিত মদপান করা ব্যক্তিরা মশার আক্রমণের শিকার হন বেশি। বাদ যাচ্ছেন না গর্ভবতী নারীও। অন্যদের তুলনায় তাঁদের বেশি কামড়িয়ে থাকে মশা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭