ইনসাইড গ্রাউন্ড

লা লিগায় ধুঁকতে থাকা রিয়ালের প্রতিপক্ষ গেটাফে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

বিশ্বসেরা দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে গেটাফে। মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়ালের। হার, ড্র এর মধ্যেই আছে তারা। এমনকি পয়েন্ট টেবিলেও তারা আছে পঞ্চম অবস্থানে। অন্যদিকে গেটাফে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৩ তম অবস্থানে আছে।

রোনালদো ছিলেন না প্রথম পাঁচ ম্যাচে। এরপর দলের নিয়মিত কয়েকজনের ইনজুরির কারণে ভালো করতে পারছিলো না রিয়াল মাদ্রিদ। কিন্তু তারা ঠিকই রোনালদোর মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। আবার মার্কার প্রতিবেদন বলছে অক্টোবর মাসে রোনালদোর ফর্ম অনেক ভালো থাকে।

অক্টোবরের মধ্যে রোনালদো সবচেয়ে ‘সোনালী অক্টোবর’ কাটিয়েছেন ২০১০-১১ মৌসুমে। সেবার অক্টোবরে ৪ ম্যাচ খেলেই করেছিলেন ১০ গোল। ২০১৪-১৫ মৌসুমের অক্টোবরও ছিল রোনালদোরগোল বন্যার মাস। সেবার ৩ ম্যাচে করেছিলেন ৬ গোল।

দলের হিসেবে রোনালদো সবচেয়ে বেশি ৬টি গোল করেছেন মালাগার বিপক্ষে। এই মাসে ৪টি করে গোল করেছেন লেভান্তে ও রেসিং সান্তানদারের বিপক্ষে। ৩টি করে গোল করেছেন বার্সেলোনা, সেভিয়া, আলাভেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

আজ রিয়াল মাদ্রিদ  নিজেদের অষ্টম ম্যাচটি খেলতে যাবে গেটাফের মাঠে। এ ছাড়াও লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে মিলিয়ে অক্টোবরে আরও ৪টি ম্যাচ আছে রিয়ালের। তাই আশা করা যায় আজ শুরু হবে রোনালদোর অক্টোবর-শোভা যাত্রা।

সেক্ষেত্রে কপালে খারাপ কিছুই হয়তোবা লিখা আছে গেটাফের। তাদেরকে যে রোনালদো একাই হারিয়ে দেবার ক্ষমতা রাখেন সেটা জানেন গেটাফে দলের সবাই।

তাই তারা রোনালদোকে আজ আটকে দিয়ে ভালো ফল আনতে চাইবে নিজেদের পক্ষে কিন্তু রিয়াল মাদ্রিদেরও আজ জয় ছাড়া গতি নেই। টা না হলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বেড়ে যাবে যা অলহোয়াইটসদের শিরোপা দৌড় থেকে ছিটকে দিতে পারে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭