ইনসাইড গ্রাউন্ড

উড়তে থাকা পিএসজির মুখোমুখি দিজোঁ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

চ্যাম্পিয়নস লিগ থেকে লিগ ওয়ান, সব জায়গাতেই পিএসজি বেশ ভালোভাবেই এগোচ্ছে। মাঝে নেইমার-কাভানি মধ্যে স্নায়ু যুদ্ধে টালমাটাল ছিল পিএসজির অন্দর মহল। তবে এখন সব ঠিক। নেইমার-কাভানির মধ্যে পেনাল্টি যুদ্ধও নেই। কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে ব্বিদ্ধস্ত করেছে নেইমাররা।

আর আজ এই উড়তে থাকা পিএসজির সঙ্গে সম্মুখ লড়াইয়ে মাঠে নামছে দিজোঁ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন এইচডি।

লিগ ওয়ানের ক্লাবটিতে শুরু থেকেই নেইমার আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত লিগে ছয় ম্যাচে করেছেন ৬ গোল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে করেছেন ২ গোল।

এদিকে পিএসজি কোচ উনাই এমেরি জানিয়েছেন ব্যালন ডি’অর জয়ে তারা নেইমারকে সাহায্য করবেন। এমেরি বলেন, ‘নেইমার অনেক গুণসম্পন্ন একজন খেলোয়াড়। সে ব্যালন ডি’অর জিততে সক্ষম। আমরা তার সর্বোচ্চ ভালোটা চাই- এই ট্রফি জিততে তাকে আমরা সহায়তা করতে চাই। বিশ্বে বর্তমানে অনেক ভালো খেলোয়াড় আছে। কিন্তু তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী হতে এবং এই ট্রফি জেতাতে আমরা কাজ ও সহায়তা করবো।‘

এখনও অনেকেই মনে করেন বার্সেলোনায় থাকলে লিওনেল মেসির ছায়ায় নেইমারের পক্ষে ব্যালন ডি’অর জয় সম্ভব হতো না। সেজন্যই তিনি ফুটবলারদের দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙে সেখান থেকে চলে আসেন। মজার ব্যাপার হলো ফ্রান্সে চলে আসার পর লিগ ওয়ানে খাপ খাইয়ে নিতে তার কোনো সমস্যা হয়নি। সেটা বোঝা যায় তার গোলসংখ্যা দিয়েও।

গেল মাসে নেইমার জানিয়েছিলেন, ব্যালন ডি’অর জেতা নিয়ে তার কোনো আচ্ছন্নতা নেই। কিন্তু পিএসজি এ ব্যাপারে আগ্রহী এবং তারা নিশ্চিত করতে চায় যে তিনি যেন পুরস্কারটি জেতেন।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭