ইনসাইড গ্রাউন্ড

আজ মেসির বার্সেলোনার বাধা অ্যাটলেটিকো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরেই অ্যাতলেটিকো মাদ্রিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে বার্সেলোনাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

এখন পর্যন্ত চলতি মৌসুমে ৭ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে বার্সা। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। ৬ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। টানা জয়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করার লক্ষ্য কাতালানদের।

আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাওয়ার আগে শেষ লা পালমাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। তবে, কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে অস্থির পরিস্থিতির কারণে মেসিদের পারফরমেন্স দেখা হয়নি সমর্থকদের। অন্যদিকে ইকুয়েডরকে মেসির হ্যাটট্রিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই মেসিও আছে চাঙ্গা অবস্থায়।

প্রথমবারের মত নিজেদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপোলিটানোতে বার্সার বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো। তাই এ ম্যাচে জিততে মরিয়া ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থাকা সিমিওনের দল। আতলেতিকোর মাঠে নামার জন্য সেরা দল গুছিয়ে ছক কষার কথাও জানান ভালভেরদে।

ভালভেরদে জানান, “আতলেতিকোর বিপক্ষে আমরা সেরা দলটা নিয়ে খেলবো। আছে। আমি মনে করি, বুসকেটসের একটু সমস্যা আছে কিন্তু ইভান রাকিতিচ এবং টমাস ভারমালেন ভালো আছে।”


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭