ইনসাইড বাংলাদেশ

প্রধান বিচারপতির পদত্যাগ এ সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

 

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসৃত হওয়ার আগেই পদত্যাগ করতে পারেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অস্ট্রেলিয়া পৌঁছেই প্রধান বিচারপতি দেশে ঘনিষ্টজনদের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য জানিয়েছেন। 

একাধিক সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নেমেই সুপ্রিম কোর্টের বিবৃতির কথা জানতে পারেন। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নৈতিক স্থলনসহ ১১ টি অভিযোগের কথা জানিয়েছে। 

সুপ্রিম কোর্টের বিবৃতির কথা জেনে প্রধান বিচারপতি ব্রিসবেনে বিমানবন্দর থেকেই বাংলাদেশে তাঁর ঘনিষ্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি ঘনিষ্ট একাধিক ব্যক্তিকে জানিয়েছেন অপসারণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। এই সপ্তাহের মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান বিচারপতি। বাসভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে নিজের স্বাক্ষর সম্বলিত এক চিঠি বিলি করেন, যেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব ও সরকার নিয়ে কিছু বিতর্ক উস্কে দেন। পরদিন দুপুরেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির বিবৃতির কথা উল্লেখ করে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে যেখানে প্রধান বিচারপতি নিয়ে দীর্ঘ কয়েকমাস ধরে চলমান বিভিন্ন অভিযোগের কথা বলেন।

চিকিৎসার জন্য গত ২ অক্টেবার থেকে ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি। অস্ট্রেলিয়ায় মেয়ে সূচনা সিনহার কাছে থেকে তিনি নিবিড়ভাবে চিকিৎসা করাবেন বলে জানানো হয়। 

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭