ইনসাইড গ্রাউন্ড

দুই দিনে দুবার ভাঙল ১০ হাজার মিটারের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/06/2021


Thumbnail

নারীদের ১০ হাজার মিটারের রেকর্ড দুই দিনের ব্যবধানে আবার ভাঙল। মঙ্গলবার রাতে ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ লেতেসেনবেত গিদে ২৯ মিনিট ১ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন ১০ হাজার মিটার। যা কিনা আগের রেকর্ডের চেয়ে প্রায় সাড়ে পাঁচ সেকেন্ড কম।

নেদারল্যান্ডসের হ্যাঙেলোতে ইথিওপিয়ার অলিম্পিক ট্রায়ালে গিদে এই রেকর্ড ভাঙেন। এর আগে সোমবার নেদারল্যান্ডসের স্বাগতিক দৌড়বিদ সিফান হাসান পাঁচ বছর পুরোনো রেকর্ড ভাঙেন। হ্যাঙেলোতেই হাসান টাইমিং করেন ২৯ মিনিট ৬ দশমিক ৮২ সেকেন্ড। সেটাও ছিল নতুন বিশ্ব রেকর্ড।

২০১৬ রিও অলিম্পিকে ইথিওপিয়ার আলমাজ আয়ানা ২৯ মিনিট ১৭ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন ১০ হাজার মিটার ট্র্যাক। দৌড় শেষে গিদে জানান তার মাথায় ছিল বিশ্ব রেকর্ডের বিষয়টি। বিবিসিকে ২৩ বছর বয়সী এই ইথিওপিয়ান বলেন, ‘আমি বিশ্ব রেকর্ড গড়তে চাচ্ছিলাম। এই রেকর্ড আবারও ভাঙার চেষ্টা করব এবং টাইমিং ২৯ মিনিটের নিচে নিয়ে আসার চেষ্টা করব।’

ট্রায়ালে গিদে ছিলেন পরিষ্কার ফেভারিট। স্বদেশি সিজিয়ে জেব্রেসেলামাকে প্রায় এক মিনিটের ব্যবধানে পেছনে ফেলে প্রথম হন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭