ওয়ার্ল্ড ইনসাইড

জেরুজালেমে কট্টরপন্থী ইহুদি মিছিলের অনুমতি নেতানিয়াহু সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/06/2021


Thumbnail

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিদায়ী সরকার পূর্ব জেরুজালেমের পুরনো নগরীতে কট্টরপন্থী ইহুদিদের মিছিল করার অনুমতি দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় আয়োজকরা মিছিলটি বাতিল করার পরের দিনই এই অনুমতি দিল সরকার।

ইসরায়েলের কয়েকটি কট্টরপন্থী ইহুদি সংগঠন পুরনো নগরীর দামেস্ক গেট থেকে মুসলিম পাড়ার ভেতর দিয়ে ‘পতাকার পদযাত্রা’ নামে এক মিছিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইসরায়েলি পুলিশ অনুমতি না দেয়ায় আয়োজকরা মিছিলটি বাতিল করে। কিন্তু মঙ্গলবার নেতানিয়াহুর মন্ত্রীসভার সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রীরা আগামী সপ্তাহে এই মিছিল করার অনুমতি দিয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ ও পদযাত্রার আয়োজকদের সম্মতির ভিত্তিতে আগামী মঙ্গলবার (১৫ জুন) এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।’

এদিকে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই মিছিল অনুষ্ঠিত হলে আবারও সহিংসতা হতে পারে।

হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আশা করি বৃহস্পতিবার যেন ১০ মে’তে পরিণত না হয়।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭