ইনসাইড গ্রাউন্ড

আমরা সবাই হতাশ: জামাল ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/06/2021


Thumbnail

আফগানিস্তানের সঙ্গে ড্র করে উজ্জীবিত বাংলাদেশ দল নেমেছিল ভারতের বিপক্ষে ২০১৯ সালের সুখস্মৃতি নিয়ে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচে প্রথম লেগে কলকাতায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ারা।

বাংলাদেশের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র তো অনেক বড় ব্যপার। তবে এবার সেটিকেও ছাড়িয়ে যেতে মাঠে নামে জেমি ডে’র শিষ্যরা। কিন্তু ৭৮ মিনিট গোলশূন্য থেকেও ৭৯ আর অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় সুনীল ছেত্রির জোড়া গোলে হারের ব্যথা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।

সেই হার সমর্থকদের যেমন হতাশ করেছে, তেমনই হতাশা কাটছে না জামাল ভুঁইয়াদের। বুধবার দুপুরে বাংলাদেশ অধিনায়ক তার ফেসবুক পেজে পোস্ট জানান, ফলাফল অপ্রত্যাশিত ছিল। তাই দলের সবাই হতাশ।

এক ম্যাচ নিয়ে তো আর বসে থাকলে চলবে না। হতাশা ভুলে তৈরি হতে হবে সামনের জন্য। পরের ম্যাচেই লড়তে হবে শক্তিশালী ওমানের বিপক্ষে। “তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে, এবং এটাই জীবন। আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭