ইনসাইড বাংলাদেশ

প্রধান বিচারপতির ছুটি নিয়ে ইস্যু তৈরির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ১১ অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত আদালতে বসতে পারবেন না প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ রোববার বেলা সোয়া ১২ টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে আইনমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে ইস্যু তৈরির চেষ্টা চলছে।

প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পর্কে সাংবাদিকরা জানাতে চাইলে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনো প্রতিস্থাপিত হয়নি, তাই প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এটি বিবেচনা করা হচ্ছে না।

আইনমন্ত্রী আরও বলেন, কেউ আইনের উধ্র্বে নয়, প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক।

প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজ হাতে স্বাক্ষর করা চিঠিতে অসুস্থতার কথা বলেছেন, এখন সুস্থ দাবি করছেন।

বিচার বিভাগের প্রশাসনে পরিবর্তন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইন অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী প্রশাসনে পরিবর্তন করতে পারবেন তিনি।

সম্প্রতি তাঁকে নিয়ে টকশোতে বিরুপ মন্তব্য সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘যারা টকশোতে বলেছেন আমি মিথ্যা বলেছি, তাঁরা অর্বাচীন।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭