ইনসাইড বাংলাদেশ

গ্রীসের বাংলাদেশি অবৈধ অভিবাসীদের পাঠানো হবে তুরস্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

অবৈধ পথে ইউরোপে প্রবেশ করলে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো হবে তুরস্কে। শুধু বাংলাদেশই নয়, তালিকায় আছে আরও চার দেশ- পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া ও আফগানিস্তান। 

গত সোমবার (৭ জুন) গ্রীসের অভিবাসন মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়েছে। এখন থেকে এই দেশগুলোর অবৈধ আশ্রয়প্রার্থীদের গ্রীস থেকে আবার তুরস্কে ফেরত পাঠানো হবে। 

যারা এই পাঁচ দেশের নাগরিক এবং ইউরোপে এসে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের জন্য এটি একটি দুঃসংবাদই বলা চলে। তবে এথেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্ক এখন থেকে এই পাঁচ দেশের অভিবাসীদের জন্য তৃতীয় নিরাপদ দেশ হিসেবে বিবেচ্য হবে।  

জার্মান দৈনিক বিল্ডের সূত্রানুসারে জানা যায়, বাংলাদেশ, সোমালিয়া, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান থেকে নতুন অভিবাসীদের আশ্রয় আবেদন কিছুদিনের মধ্যেই বাতিল হয়ে যাবে এবং তাদেরকে গ্রীস থেকে আবার তুরস্কে প্রেরণ করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭