ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

করোনা পরিস্থিতিতে টালমাটাল ভারতের অবস্থা দিনকে দিন যেন আরও অবনতির দিকে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে বিশ্ববাসীর সামনে এলো চমকে দেয়া খবর। 

গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সংখ্যাটা প্রায় পিলে চমকে দেয়ার মতো, ৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি ভারত। আর এই মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। 

ভারতের বিহারে করোনায় মৃত্যুর হার বেড়ে ৭২.৮৪ শতাংশ। গত ১৮ মে পাটনা হাইকোর্টের নির্দেশের পরই টনক নড়ে বিহার সরকারের। স্বীকারোক্তিতে জানায়, ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে, যা হিসাবের মধ্যে ছিল না এতদিন। আগের দিন যেখানে মৃত্যুর মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪২৪ জন, সেখানে পরের দিন ভালোভাবে যাচাই করার পর হয়ে গেল ৯ হাজার ৩৭৫ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭