ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশ দল। ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে আজ প্রথম ওয়ানডেতে কিম্বার্লিতে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ।

প্রায় গত দুই বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। উন্নতিও হয়েছে র্যাংকিংয়ে। আর এসব মাশরাফি বিন মর্তুজার দেখানো পথে হেটেই এত উন্নতির লক্ষণ ওয়ানডে দল। যদিও টেস্টেও মোটামুটি ভালো করছে, কিন্তু বড় দল হতে হতে আরও ভালো করতে হবে মুশফিকুর রহিমের দলকে।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর সেখান থেকেই আবার নতুন করে শুরু  করতে চায় বাংলাদেশ, ওয়ানডে সিরিজে বিদেশের মাতিতে দেখাতে চায় যে তারাও ভালো কিছু করতে পারে। আর মাশরাফি বিন মর্তুজা থাকলে যেন দলের সবাই এমনিতেই চাঙ্গা থাকে। তাই দলের সবার কাছ থেকে ভালো কিছুর শুরু আজ আশা করতেই পারে সমর্থক-ভক্তরা।

মাশরাফির সঙ্গে টেস্ট থেকে বিশ্রামে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যোগ দিয়েছেন দলে। আরও যোগ দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। যাকে খেলানো হতেও পারে আজ।

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কন্ডিশনে যেভাবে প্রোটিয়া পেসাররা সাহায্য পাচ্ছেন সেটা পাচ্ছেন না টাইগার পেসার। তার উপর যোগ হয়েছে মুস্তাফিজের ইনজুরি। ওয়ার্মআপের সময় গোড়ালি মচকে যাওয়ায় আজ খেলতে পারবেন না এই কাটার মাস্টার। তাই বোলিংটা ভোগাতে পারে বাংলাদেশকে।

ব্যাটিং নিয়ে চিন্তার কারণ অতটা না থাকলে সৌম্য সরকারের ফর্ম ভাবিয়ে তুলেছে সবাইকে। এমনকি আজ নেই তামিম ইকবালও। আর তাই আজ দেলর হয়ে ওপেনিং করবেন ইমরুল কায়েস ও লিটন দাস। যদিও দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন ডি ভিলিয়ার্স, ডুমিনি, মিলারদের মত তারকারা। ডেভিড মিলার আজ খেলতে চলেছেন ইজের ১০০তম ওয়ানডে। আর তাই সবকিছু মিলিয়ে আজ এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা আছে সবাই।

খেলাটি বেলা ২টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি,সনি সিক্স ও সনি সিক্স এইচডি।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭