ইনসাইড গ্রাউন্ড

ইঙ্গিতপূর্ণ চোখের ইশারা করে নিষেধাজ্ঞায় সার্বিয়ার ভলিবল খেলোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

সানজা জুর্জেভিচ নামক এক সার্বিয়ান ভলিবল খেলোয়ার আঙুলের সাহায্যে চোখের দৃষ্টি ছোট করে দেখানোয় ক্ষেপেছেন সমর্থকেরা। বর্ণবাদের অভিযোগে তাকে আগামী দুই ম্যাচ বহিষ্কৃত করা হয়েছে খেলা থেকে। 

গত সপ্তাহে থাইল্যান্ডের সাথে এক ম্যাচে প্রতিযোগীর দিকে চোখের ইশারা করে ছোট করে দেখান তিনি। ক্যামেরায় তা ধরা পড়লে অনলাইনে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা।

সার্বিয়ান ভলিবল ফেডারেশনের মাধ্যমে ক্ষমা চেয়ে সানজা বলেছেন যে এটি একটি ভুল বোঝাবোঝি ছিল। তবে কেবল দুই ম্যাচ নিষেধাজ্ঞাই নয়, ফেডারেশনকে গুণতে হবে ২০,০০০ সুইস ফ্রা। 

গত মঙ্গলবার (৮ জুন) আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের বরাতে জানা যায় এই টাকা ব্যবহৃত হবে সমগ্র বিশ্বে যেসব খেলোয়াড়ের সাথে বর্ণবাদমূলক আচরণ করা হয়, তাদের শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কার্যাবলীর পেছনে।

আগামী দুই ম্যাচে বেলজিয়াম ও কানাডার সাথে খেলায় অংশ নিতে পারবেন না সানজা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭