কালার ইনসাইড

আন্তর্জাল চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমাদানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে অনলাইনভিত্তিক আন্তর্জাল চলচ্চিত্র উৎসব। উৎসব সামনে রেখে দ্বিতীয় আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দানের আহ্বান করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, আগামী ২০ জুনের মধ্যে বাংলাদেশের যেকোনো নাগরিক সর্বোচ্চ ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবেন। https://rb.gy/umrfev লিংকে গিয়ে চলচ্চিত্র জমা দেয়া যাবে। এবারের আসরে জুরি হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম ও রহমতউল্লাহ তুহিন।

আগামী ২৪ জুন থেকে এ উৎসবের ২য় আসর শুরু হওয়ার কথা। এ উৎসবের সকল আয়োজন উপভোগ করতে পারবেন সংগঠনটির অফিসিয়াল ফেসবুকে।

উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্রবিষয়ক নানা সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে। পাশাপাশি সংগঠনটি ইতিমধ্যে `সিলেট চলচ্চিত্র উৎসব` শীর্ষক আন্তর্জাতিক উৎসবের তিনটি আসর আয়োজন করেছে। যেখানে প্রতিবছর দেশ–বিদেশের চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম ঘটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭