কালার ইনসাইড

নিজ গ্রামের সবাইকে বিনামূল্যে টিকা দিলেন মহেশ বাবু 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

করোনার প্রভাবে বিপর্যন্ত ভারতের অসহায় মানুষের জন্য নিজ উদ্যোগেই সাহায্যের হাত বাড়িয়েছেন তারকারা। এবার তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু দাঁড়ালেন তার নিজ গ্রামের মানুষের পাশে। অন্ধ্রপ্রদেশে নিজের গ্রাম বুড়িপালেমে সাত দিনের টিকা কর্মসূচির আয়োজন করেন মহেশ বাবু। যা এরইমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এই তারকার স্ত্রী নম্রতা শিরোদকর।

বুধবার (০৯ জুন) মহেশপত্নী সামাজিক মাধ্যমে লেখেন, `বুড়িপালেমে সফলভাবে ৭ দিনব্যাপী টিকা কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমাদের গ্রামের মানুষদের টিকা দেওয়ার চেয়ে খুশির বিষয় আর কী বা হতে পারে! টিকা নিতে এসে এই কার্যক্রম সফল করার জন্য গ্রামের সবার প্রতি কৃতজ্ঞতা।` এছাড়া এমন মহান আয়োজনের জন্য মহেশ বাবুকেও তিনি ধন্যবাদ জানান।  

বুড়িপালেম হচ্ছে মহেশ বাবুর জন্মস্থান। ২০১৫ সাল থেকে এই গ্রামের নানা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অভিনেতা। তখন এই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই তারকা তার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের নানামুখী উন্নয়নমূলক কাজ করবেন। সে থেকে নতুন ভবন, শ্রেণিকক্ষ তৈরি, স্বাস্থ্য ক্যাম্পাসসহ নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন মহেশ বাবু। সে ধারাবাহিকতায় এবার তিনি টিকা কার্যক্রম পরিচালনা করলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭