ওয়ার্ল্ড ইনসাইড

গুরুতর দুর্নীতির অভিযোগের মুখোমুখি অং সান সু চি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

মিয়ানমারের জান্তা সরকার বহিষ্কৃত নেত্রী অং সান সু চি`র বিরুদ্ধে আজ অবধি সবচেয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে দেশটির সামরিক আদালতে।

সু চি’র বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গসহ ঘুষ হিসেবে নগদ অর্থ এবং সোনা গ্রহণের অভিযোগ করেছে জান্তা। আদালতে দায়ের করা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেলে হতে পারে সু’চির।

অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি এবং জনগণের মাঝে অশান্তি উস্কে দেওয়া সহ ছয়টি অভিযোগের মুখোমুখি করা হয়েছে তাকে।

সাবেক স্টেট কাউন্সিলরকে গত ১ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ অভ্যুত্থান এর মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকেই সু চি গৃহবন্দী রয়েছেন। আদালতে উপস্থিতির বাহিরে তার জনসমাগমে উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সামরিক কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়  সু চি ৬ লক্ষ ডলার ঘুষ এবং সাতটি সোনার বার তার ক্ষমতা অপব্যবহার করে গ্রহণ করেছেন। এছাড়া তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) – বেশ কয়েকজন বন্দি নেতার বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছে দেশটির সামরিক বাহিনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭