ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে সৌদি আরবের বিনিয়োগ অনিশ্চয়তার মুখে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

সৌদি আরবের গোয়াদারে তেল শোধনাগার স্থাপন নিয়ে জটিলতার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী তাবিশ গৌহর বলেছেন, সৌদি আরব গোয়াদারে শোধনাগার স্থাপন করবে না। তবে বেলুচিস্তানের হাব বা করাচির কাছে কোথাও একটি পেট্রোকেমিক্যাল রাসায়নিক কমপ্লেক্সসহ একটি শোধনাগার স্থাপনের ইঙ্গিত দিয়েছে।

সৌদি আরব ২০১৯ সালে পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে বিভিন্ন খাতে ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি সমঝোতা স্মারক সই করেছিল। সেখানেই গোয়াদারে শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ছিলো।

তাবিশ গৌহর আরও বলেন, `ইমরান খানের সাম্প্রতিক সৌদি আরব সফরের পর পেট্রোলিয়াম বিভাগকে এই শোধনাগারের কোনো উন্নয়ন সম্পর্কে কোনো কথা জানানো হয়নি। তেল সুবিধা পুনরুদ্ধারের বিষয়ে অর্থ বিভাগ সৌদি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে।`

দেশ দুইটির সম্পর্কের অবনতি হওয়ায় পাকিস্তানের গোয়াদারে শোধনাগারে সৌদি বিনিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে, আরামকো নিরীক্ষা করে দেখেছে গোয়াদারে শোধনাগার স্থাপন করা সম্ভব নয়।

সাম্প্রতিক অতীতে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যে তেল সুবিধা প্রত্যাহার করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭