ইনসাইড গ্রাউন্ড

আউট হলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

টসে জিতে এবার ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে নেই তামিম-মুস্তাফিজ। দলের ব্যাটিং এবং বোলিংয়ের দুই মূল স্তম্ভ না থাকায় কিছুটা চিন্তিত দল। তবে লড়াই করারা মানসিকতা নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।  

একটু আগেই জীবন পেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু তারপরেও সতর্ক হলেন না তিনি। ওয়াইড বলে অঝথা ফ্লিক করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন এই ওপেনার। আর তাই একশো রানের আগেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ।   

বেঁচে গেলেন ইমরুলের
দক্ষিণ আফ্রিকা দশম ওভারেই আক্রমণে আনল স্পিন। প্রথম ওভারেই প্রায় সফল হয়েই গিয়েছিলেন ইমরান তাহির। কিন্তু বেঁচে গেলেন ইমরুল।গুগলিতে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন ইমরুল। বল তার গ্লাভসে লেগে উঠে যায় বাতাসে। তবে কিপার ও স্লিপ, দুজন থেকেই বল ছিল একটু দূরে। ১৬ রানে রক্ষা পেলেন ইমরুল।

তিনে সাকিব
তিন নম্বর পজিশনটি বেশ কিছুদিন ধরেই হয়ে আছে বাংলাদেশের সমস্যা। সাব্বির রহমানকে নিয়ে পরীক্ষা ব্যর্থ হওয়ার পর এবার নতুন চমক। তিনে সাকিব আল হাসান! টি-টোয়েন্টিতে বেশ কবার তিনে খেললেও ওয়ানডে ক্যারিয়ারে আগে একবারই তিনে ব্যাট করেছিলেন সাকিব। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে তিনে খেলার কারণ ছিল ১৫৮ রানের উদ্বোধনী জুটি। সেবার প্রথম বলেই বোল্ড হয়েছিলেন সাকিব।

লিটনের বিদায়
এক পাশে দারুণ খেলছিলেন লিটন দাস, আরেক পাশে ধুঁকছিলেন ইমরুল কায়েস। অথচ প্রথমে আউট হলেন লিটনই। দক্ষিণ আফ্রিকার নতুন বলের দুই বোলারের পারফরম্যান্সও বাংলাদেশের শুরুর মত। এক পাশে দুর্দান্ত রাবাদা, আরেক পাশে বিবর্ণ প্যাটারসন। তবে এখানে উল্টো হয়নি, প্রথম উইকেটের দেখা পেলেন রাবাদাই। লেংথে পিচ করে বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারি ছোবল দিল লিটনের ব্যাটে। স্লিপে দারুণ ক্যাচ নিলেন ফাফ দু প্লেসি। ক্যাচ সঠিক ছিল কিনা বুঝতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলেন আম্পায়াররা। মাঠের বড় পর্দায় শুরুতে ‘নট আউট’ দেখানোয় সংশয় জাগলেও পরে দেখানো হলো আউট।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির
টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশ দল। ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে আজ প্রথম ওয়ানডেতে কিম্বার্লিতে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ।

প্রায় গত দুই বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। উন্নতিও হয়েছে র্যাংকিংয়ে। আর এসব মাশরাফি বিন মর্তুজার দেখানো পথে হেটেই এত উন্নতির লক্ষণ ওয়ানডে দল। যদিও টেস্টেও মোটামুটি ভালো করছে, কিন্তু বড় দল হতে হতে আরও ভালো করতে হবে মুশফিকুর রহিমের দলকে।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর সেখান থেকেই আবার নতুন করে শুরু  করতে চায় বাংলাদেশ, ওয়ানডে সিরিজে বিদেশের মাতিতে দেখাতে চায় যে তারাও ভালো কিছু করতে পারে। আর মাশরাফি বিন মর্তুজা থাকলে যেন দলের সবাই এমনিতেই চাঙ্গা থাকে। তাই দলের সবার কাছ থেকে ভালো কিছুর শুরু আজ আশা করতেই পারে সমর্থক-ভক্তরা।

মাশরাফির সঙ্গে টেস্ট থেকে বিশ্রামে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যোগ দিয়েছেন দলে। আরও যোগ দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। যাকে খেলানো হতেও পারে আজ।

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কন্ডিশনে যেভাবে প্রোটিয়া পেসাররা সাহায্য পাচ্ছেন সেটা পাচ্ছেন না টাইগার পেসার। তার উপর যোগ হয়েছে মুস্তাফিজের ইনজুরি। ওয়ার্মআপের সময় গোড়ালি মচকে যাওয়ায় আজ খেলতে পারবেন না এই কাটার মাস্টার। তাই বোলিংটা ভোগাতে পারে বাংলাদেশকে।

ব্যাটিং নিয়ে চিন্তার কারণ অতটা না থাকলে সৌম্য সরকারের ফর্ম ভাবিয়ে তুলেছে সবাইকে। এমনকি আজ নেই তামিম ইকবালও। আর তাই আজ দেলর হয়ে ওপেনিং করবেন ইমরুল কায়েস ও লিটন দাস। যদিও দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন ডি ভিলিয়ার্স, ডুমিনি, মিলারদের মত তারকারা। ডেভিড মিলার আজ খেলতে চলেছেন ইজের ১০০তম ওয়ানডে। আর তাই সবকিছু মিলিয়ে আজ এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা আছে সবাই। 



বাংলা ইনসাইডার/এনআই/ডিআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭