ওয়ার্ল্ড ইনসাইড

সাইবার-আক্রমণ থেকে বাঁচতে ১১ মিলিয়ন ডলার মুক্তিপণ প্রদান করল জেবিএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2021


Thumbnail

বিশ্বের বৃহত্তম মাংস প্রক্রিয়াকরণ সংস্থা জেবিএস তাদের উপর হওয়া সাইবার হামলা বন্ধ করতে প্রায় ১১ মিলিয়ন ডলায় ক্ষতিপূরণ দিয়েছে হ্যাকারদের।

গত সপ্তাহে জেবিএস এর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকিং এর শিকার হয়। এর পরি অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

বিটকয়েন এর মাধ্যমে জেবিএস তাদের ক্ষতিপূরণ এর অর্থ প্রদান করেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তাদের অনলাইন কার্যক্রম আবার আগের মত পরিচালিত হচ্ছে।

জেবিএস পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সুরক্ষার জন্য এই ক্ষতিপূরণ প্রদান করা জরুরি ছিলো।

র্যানসমওয়্যার এর আক্রমণ এর মাধ্যমে হ্যাকাররা সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক এ প্রবেশ করে নেটওয়ার্ক এ থাকা সকল ফাইল এনক্রিপ্টেড করে ফেলে। এর ফলে ব্যবহারকারীরা সেই ফাইল গুলো আর ব্যবহার করতে পারেন না। এর সুবিধা কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে থাকে। সাধারণত এইসব ক্ষেত্রে হ্যাকাররা সুরক্ষিত লেনদেন ব্যবস্থা বিটকয়েন এর সাহায্য নিয়ে থাকে।

জেবিএসের চিফ এক্সিকিউটিভ আন্দ্রে নোগুইরা বলেছেন, "আমাদের সংস্থা এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি খুব কঠিন সিদ্ধান্ত ছিল।"



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭