ইনসাইড বাংলাদেশ

ফুলকোর্ট সভা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

সুপ্রিম কোর্টে আগামীকাল সোমবার বিকেলে ফুলকোর্ট সভা বসছে। আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বিকেল চারটায় সুপ্রিম কোর্টের ‘উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।’

দীর্ঘ অবকাশ শেষে গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনেও ফুলকোর্ট সভা বসেছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কার্যক্রমও শুরু হয়েছিল ওই দিন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন প্রথম ফুলকোর্ট সভায় ওইদিন বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল ও সমুন্নত রাখতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার জন্য সুপ্রিম কোর্টের সব বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতিকে সময়মতো আদালতে আসা ও এজলাসে বসার আহ্বান জানান। তাছাড়া বিভিন্ন মামলায় দেওয়া রায় তাড়াতাড়ি লিখতেও তিনি বিচারপতিদের প্রতি আহ্বান জানান।

এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা রাষ্ট্রপতিকে অসুস্থতার কথা বলে ছুটি নিলেও, বিদেশে যাওয়ার আগ মূহুর্তে গণমাধ্যমকে লিখিতভাবে বলেছেন যে তিনি অসুস্থ নন। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নৈতকি স্খলনসহ ১১টি অভিযোগের কথা জানিয়ে বিবৃতি দেয় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আগামীকালের ফুলকোর্ট সভাকে বিশেষ গুরত্বের সঙ্গে দেখছেন জ্যেষ্ঠ আইনজীবীসহ বিচারাঙ্গণ সংশ্লিষ্টরা।


বাংলা ইনসাইডার/এমএএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭