লিভিং ইনসাইড

হাইহিলে প্রকাশ পায় ব্যক্তিত্বের দৃঢ়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

হাইহিল জুতা শুধু কোন ফ্যাশনের নাম নয়। খট খট শব্দের তাল, হাঁটার সময় আপনার কনফিডেন্সেরই জানান দেয়। খেয়াল করে দেখবেন হিলের ব্যলেন্স সামলে নিতে আপনার হাঁটাও গোছানো হয়ে উঠে। নিজের মাঝেই এক ধরনের দৃঢ়তা অনুভব করেন। তাই বলা কোন ভাবেই ভুল হবে না, হাইহিল উচ্চতার সঙ্গে ব্যক্তিত্বেও কিছুটা এক্সট্রা যোগ করে। তবে ভুলটা হবে তখন, যখন আপনি না বুঝেই হাইহিল পড়ছেন। তাও আবার সার্প পেন্সিল হিল!

ফ্যাশন স্টেটমেন্ট হলেও সারাদিনের হাইহিল পায়ের আঙ্গুল, পাতা ও গোড়ালির নানা অসুখ ডেকে আনে। পা খাড়া রাখার কারণে পায়ের সম্পুর্ণ ভার আঙুলের ওপর পরে। যা হাঁটুর জয়েন্টে ব্যথা সৃষ্টি করে। দীর্ঘ দিনের এই ব্যথা আরথ্রাইটিসের জন্ম দিতে পারে।

পায়ের অতিরিক্ত চাপের কারণে শুধুই যে পায়ের পাতা শক্ত হয়, মাসল ক্র্যাম্প হয় তা কিন্তু নয়। এর প্রভাব পড়ে কোমড়েও। তাই হাইহিল পড়ার সময় কিছু বিষয় খেয়াল করার চেষ্টা করুন।

যে কোনও জায়গা থেকে সস্তা হিল জুতা কিনতে যাবেন না। হিল যেন পায়ের ক্ষতি না করে এজন্য খুব স্পেসালাইজড হতে হয়। তাই ভালো ব্র্যান্ডের জুতা কেনার চেষ্টা করুন।

যারা খুব উঁচু হিল পড়তে পছন্দ করেন তারা প্লাটফর্ম হিলের কথা ভাবতে পারেন। এতে হিলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাতার দিকে উচু প্লাটফর্মও থাকে। ফলে পায়ের পাতা খাড়া না থেকে সামান্য উচু থাকে।

সবসময়ের জন্য হাইহিল না হয়ে সেমিহিল হলে ভালো। বিশেষ পার্টি বা গাউনের মতো পোশাক হিলের চাহিদা রাখতেই পারে। তাই বলে সবসময় হাইহিল পায়ে পড়ে দৌড়ঝাপের কাজ না করাই ভালো। যতই ব্যালেন্স থাকুক না কেন আপনার হাটা, ভেতর থেকে আপনার পায়ের ওপর খুব বাজে প্রভাব ফেলে।

বাংলা ইনসাইডার/এমএ/আরএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭