ইনসাইড গ্রাউন্ড

আদর্শ খেলোয়াড়রা এভাবেই সমালোচনার জবাব দেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

আদর্শ ক্রিকেটাররা এভাবেই জবাব দেন । মাঠের বাইরের সমালোচনার জবাব, তাঁরা মাঠেই দেয়। মাঠের বাইরে অযথা সময় নষ্ট করেন না। আমাদের ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকও যে তাই।  

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে থেকেই নানা সমালোচনার শিকার হয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। কখনও ম্যানেজমেন্ট আবার কখনও কোচের সাথে জড়িয়েছেন বিতর্কে। টেস্ট সিরিজে বাজেভাবে হারার কারণে সময়টা আসলে খারাপই যাচ্ছিল টাইগার টেস্ট অধিনায়কের। তবে সেই খারাপ সময় থেকে বেরিয়ে এসে সব সমালোচনার জবাবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই করে বসলেন রাজকীয় এক সেঞ্চুরি। দিলেন সকল সমালোচনার জবাব।



সেই সেঞ্চুরি আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। সৌম্য সরকারের ৯০ ছিল আগের সর্বোচ্চ। ১০ চার ও ২ ছক্কায় ১০৮ বলে মুশফিক ছুঁয়েছেন সেঞ্চুরি।

তবে মুশফিক একা নন। ক্রিকেটবিশ্বে অনেক খেলোয়াড়ই আছেন যারা সমালোচনার জবাব মাঠে পারফর্ম করেই দেন। আমাদের সাকিব, পাকিস্তানের ইনজামাম, ভারতের কোহলি-ধোনি, ইংল্যান্ডের স্টোকস-ফ্লিনটফসহ আরোও অনেক খেলোয়াড়ই আছেন যারা সমালোচনার কড়া জবাব দিয়েছেন ক্রিকেট মাঠে, মাঠের বাইরে নয়। এমন কি ফুটবল বিশ্বের মেসি-রোনালদোও কম যান না।  আর এটাই তো একজন আদর্শ এবং ভালো মানের খেলোয়াড়ের বৈশিষ্ট।

বাংলা ইনসাইডার/ডিআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭