ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে মানেই অন্যরকম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর সুখ-স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। প্রথম ম্যাচে ৩৩৩ রানে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টে হেরেছে ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে। কিন্তু নিজেদের প্রিয় চেনা ফরম্যাট পেয়েই যেন বদলে গেল টাইগাররা। 

বাংলাদেশের ক্রিকেট এখন বদলে গেছে অনেকটাই। বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে এখন সাফল্যের সোনারোদে ভাসছে বাংলাদেশ। বেশিদিন নয়, এই বছর পাঁচেক আগেও বাংলাদেশ ক্রিকেট দলের আগে ছোট দলের তকমা লোগোটা হরহামেশাই ব্যবহার হতো। ক্রিকেট ওয়েবসাইটগুলোতে তথাকথিত বড় দলগুলোর জয়ের পরিসংখ্যানে ব্র্যাকেটে লেখা থাকত।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরই নতুন বাংলাদেশকে  দেখছে ক্রিকেট বিশ্ব। যারা এখন নিয়মিতই হারায় ‘সেই’ বড় দলগুলোকে। বিদায় করে দেয় আইসিসি’র টুর্নামেন্টগুলো থেকেও। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে  যেমন ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠেছিল শেষ আটে, তেমনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিউজিল্যান্ডকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দল। তাই বিবিসি’র প্রতিবেদনে এখন লেখা হয়, ‘শক্তিমান বাংলাদেশ’। চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যকাররা বলেন, ‘ক্রমেই বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হয়ে উঠছে বাংলাদেশ।’

ওয়ানডেতে যে বাংলাদেশ ভালো তাঁর প্রমাণ আজ আরও একবার পাওয়া গেল। কি বাজে টেস্ট সিরিজটাই না গেল। যেই বাংলাদেশ টেষ্ট সিরিজে টানা তিন ইনিংসে দুইশ করতে পারেনি, তাঁরাই আজ করল প্রায় তিনশ রান। এটাতেই কি প্রমাণ হয় না ওয়ানডেতে টাইগারদের সামর্থ্য কতটুকু।

আর তাই বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জয়কে আর ‘অঘটন’ বলতে নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সকে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকাররা বলছেন, ‘স্রেফ ভিনগ্রহের ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’


বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭