ইনসাইড গ্রাউন্ড

উইকেটের জন্য লড়ছে টাইগার বোলাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2017


Thumbnail

রান তাড়ায় অনায়াসেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই হাশিম আমলা ও কুইন্টন ডি কক দলকে এনে দিয়েছেন শতরান।

দক্ষিণ আফ্রিকার সফলতম উদ্বোধনী জুটি আরও একবার দলকে এনে দিলেন ভালো শুরু। হাশিম আমলা ও কুইন্টন ডি কক গড়লেন আরও একটি অর্ধশত রানের জুটি। ইনিংসের প্রথম বলেই রুবেলকে বাউন্ডারি মেরে শুরু করেছিলেন ডি কক। এরপর বাংলাদেশের তিন পেসারের কেউ খুব একটা ভোগাতে পারেননি দুই প্রোটিয়া ওপেনারকে।

ডি ককের সেঞ্চুরি
সাকিবকে চার মেরে স্পর্শ করলেন সেঞ্চুরি। বল লেগেছে ঠিক ১০০টি। ৮৬ ওয়ানডেতে তারা ত্রয়োদশ সেঞ্চুরি। ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ১৮৪। ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন। এরপর আর থামাথামি নেই। তাকে বিন্দুমাত্র অস্বস্তিতেও ফেলতে পারেননি কোনো বোলার। অনায়াসেই কুইন্টন ডি কক করে ফেললেন সেঞ্চুরি।

আমলা- ডি কক জুটির রেকর্ড
দেড়শ ছাড়িয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেরা উদ্বোধনী জুটির রেকর্ডও গড়ে ফেললেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। ২০০২ সালে বেনোনিতে গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের ১৫৫ রানের জুটি ছিল আগের রেকর্ড।

 

রান তাড়ায় অনায়াসেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই হাশিম আমলা ও কুইন্টন ডি কক দলকে এনে দিয়েছেন শতরান। ৭৫ ইনিংস এক সঙ্গে ব্যাট করে দুজনের এটি দশম শতরানের জুটি। দক্ষিণ আফ্রিকার হয়ে রেকর্ডটি এখন এককভাবে এই জুটির। ৬৬ ইনিংসে ৯টি শতরানের জুটি ছিল হার্শেল গিবস ও গ্যারি কারস্টেনের।

২৭৮ রানে থামল ইনিংস
শেষ ওভারে রাবাদাকে চার ও ছক্কা মেরে শেষ বলে আউট হলেন সাইফ উদ্দিন। অভিষিক্ত অলরাউন্ডার আউট হয়েছেন ১১ বলে ১৬ রানে। রাবাদা শেষ করেছেন ৪ উইকেট নিয়ে। 

৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ৭ উইকেটে ২৭৮। শেষ ১০ ওভারে ৭৬ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে আড়াইশ ছুঁতে পেরেছিল একবারই। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে গায়ানায় তুলেছিল ৮ উইকেটে ২৫১। বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড মুশফিকের ইনিংস। চারে নেমে ১১০ রানে অপরাজিত ১১৬ বলে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৮/৭ (ইমরুল ৩১, লিটন ২১, সাকিব ২৯, মুশফিক ১১০*, মাহমুদউল্লাহ ২৬, সাব্বির ১৯, নাসির ১১, সাইফ উদ্দিন ১৬; রাবাদা ৪/৪৩, প্যাটারসন ০/৬৯, তাহির ১/৪৫, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ০/৬০, দুমিনি ০/৮)

বাংলা ইনসাইডার/ডিআর 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭