ইনসাইড এডুকেশন

শিক্ষার চেয়েও নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2021


Thumbnail

কোনটি বেশি গুরুত্বপূর্ণ করোনা, নির্বাচন নাকি শিক্ষা। এমন প্রশ্ন এখন উঠতেই পারে। আজ শনিবার (১২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র। নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না।

সেই প্রেক্ষিতে এখন প্রশ্ন উঠেছে, শিক্ষার চেয়েও নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ? নির্বাচনের ক্ষেত্রে প্রচার-প্রচারণা, জনসংযোগে না চাইলেও জনসমাগম হয়ে থাকে। সেই ক্ষেত্রে করোনা কি ছড়াবে না? এমন ক্ষেত্রে নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র। নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। এখন তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কি করোনা ছড়ায়? নাকি শিক্ষাপ্রতিষ্ঠানের থেকেও নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ?

দেশের শিক্ষা ছাড়া বাকী সবকিছুই চলছে অনেকটাই স্বাভাবিক। সবকিছু যতটা গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে ততটা দেয়া হচ্ছে না বলে মনে করছেন অনেকেই। ফলে দেশের আজ ইসির মন্তব্যের পর স্বভাবতই অনেকের মনে প্রশ্নটি উঠেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭