ইনসাইড বাংলাদেশ

একমাস পর কার্যালয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2017


Thumbnail

দীর্ঘ একমাস পর আজ সোমবার কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার পর আজ কার্যালয়ে যাচ্ছেন তিনি।

গত ৭ অক্টোবর দেশে ফিরলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অফিসে যাননি তিনি। সরকারি বাসভবন গণভবনে থেকেই জরুরি ফাইলে স্বাক্ষর করেছেন। এই সময়ে মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয়নি। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আজ সকাল ১০টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে। বৈঠকে প্রধান বিচারপতির বিদেশ সফর ও রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাবে বলে জানা গেছে।

এদিকে অফিস শুরু করলেও আপাতত আরও কয়েকদিন প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ থেকে বিরত থাকবেন।

জাতিসংঘের অধিবেশন শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে হঠাৎ অসুস্থ হলে তাঁর গলব্লাডারের সফল অপারেশন হয়। এর ফলে প্রধানমন্ত্রীর দেশে ফেরা বিলম্বিত হয়। ৭ অক্টোবর তিনি দেশে ফিরলে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আবদুল্লাহ তার চিকিৎকসার দেখভাল করছেন। চিকিৎসকের পরামর্শেই প্রধানমন্ত্রী তার কার্যক্রম সীমিত করেন।

বাংলা ইনসাইডার/এমএএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭