ওয়ার্ল্ড ইনসাইড

ক্ষমতা ছাড়লেই নেতানিয়াহুর জন্য অপেক্ষা করছে ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথায় দুর্নীতির খড়গ ঝুলছে। ক্ষমতা ছাড়ার সাথে সাথেই দুর্নীতির অভিযোগে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স একথা জানিয়েছেন।

গত শনিবার (১২ জুন) তেল আবিবে ফুক্স বলেন, দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে ২০২০ সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না। ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে।

গত দুইবছর একটি প্রশ্ন ছিল যে নেতানিয়াহু নিজেকে দায়মুক্ত রাখবার জন্য সংবিধান সংশোধন করবেন কিনা। যেহেতু তিনি তা করেননি, তাই ক্ষমতা চলে যাবার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ফলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।    

ইসরায়েলের সংসদ স্পিকার ইয়েরিভ লেভিন গত মঙ্গলবার এক টুইটে বলেছেন, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭