ইনসাইড গ্রাউন্ড

ক্রিশ্চিয়ান এরিকসেন সুস্থ আছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

ফুটবল বিশ্ব অনাকাঙ্খিত একটি ঘটনার সম্মুখীন হয়েছে আজ রবিবার (১৩ জুন) রাতে। ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন শনিবার গ্রুপ বি’এর ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচে হঠাত করে ড্যানিশ ফুটবল তারকা ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান। 

যারা খেলা দেখছিলেন, তাদেরও শ্বাসও যেন এই ঘটনায় রুদ্ধ হয়ে আসে। সকলের প্রার্থনায় মাঠ ছাড়েন এরিকসেন। রেফারি জরুরী চিকিৎসা দলকে মাঠে ডাকেন এবং ত্বরিত এরিকসেনকে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রীও মাঠে ছুটতে ছুটতে আসেন। 

তবে আশার বাণী হচ্ছে, ক্রিশ্চিয়ান এরিকসেনকে হাসপাতালে নেয়ার পর তার অবস্থা স্থিতিশীল করা হয়েছে। ধারণা করা হচ্ছে আকস্মিক হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার কারণে মাঠে উপুড় হয়ে পড়েন ইন্টার মিলানের এই তারকা। ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন এবং উয়েফা থেকে বিবৃতি দিয়ে জানায়, ক্রিশ্চিয়ান এরিকসেন সুস্থ আছেন, কথা বলছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭