ওয়ার্ল্ড ইনসাইড

মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে জি-৭ নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

পরিবেশবিদ স্যার ডেভিড অ্যাটেনবরোর মতে, জলবায়ু পরিবর্তন ইস্যুতে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে জি-৭ নেতারা। 

আজ রবিবার (১৩ জুন) যুক্তরাজ্যের কর্নওয়েলে বিশ্বের সাতটি ক্ষমতাধর রাষ্ট্রের নেতারা একত্রিত হতে যাচ্ছেন কার্বন নিঃসরণ রোধ এবং জীববৈচিত্র্য কী করে আবার পুনরুদ্ধার করা যায়, তা নিয়ে আলোচনায় বসতে। 

স্যার ডেভিড সতর্ক করে দিয়ে বলেছেন যে বিশ্ব আজ ঝুঁকির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কারবিস বে-তে সংঘটিত হতে যাওয়া তিনদিনের এই সম্মেলন জলবায়ু পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। 

সাতটি ক্ষমতাধর রাষ্ট্র- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণ হার অর্ধেকে কমিয়ে আনবে বলে শপথ করবে। তবে ২০১০ সালের চেয়ে ৫৮ শতাংশে কার্বন নিঃসরণ কমিয়ে আনার যে শপথ ছিল, তা সম্পন্ন করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭