ওয়ার্ল্ড ইনসাইড

মাত্র একজনের করোনা শনাক্তে ভুটানে লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

গত বছর করোনা মোকাবিলায় ভুটান অভূতপূর্ব সাফল্য লাভ করার পর হঠাত থমকে গেলো জনজীবন। 

ভুটান সরকারের বিজ্ঞপ্তি উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সংক্রমণ আচমকা বাড়তে থাকায় গত শনিবার (১২ জুন) থেকেই সম্পূর্ণ লকডাউন শুরু হয় থিম্পু শহরে। এই ব্যবস্থা চলবে টানা ৭২ ঘণ্টা।

ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএসের সূত্র জানা যায়, থিম্পুর একটি বিদ্যালয়ে নিয়ম মাফিক ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলাকালীন সময়ে এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে রাজধানী শহরকে টানা চারদিন লকডাউন করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের বিশেষ নির্দেশে প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং লকডাউনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী দেচেন ওয়াংমোর সঙ্গে আলোচনা করেন। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭