ওয়ার্ল্ড ইনসাইড

সন্ত্রাসীদের দমন করার শপথ নিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দেশটিতে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিরসনের লক্ষ্যে দ্রুতই এদেরকে আইনের আওতায় আনার শপথ নিলেন। 

গত শনিবার (১২ জুন) বুহারি এই উক্তি করেন। দেশটির উত্তর-পূর্ব সীমান্তে সন্ত্রাসবাদ ক্রমশই বেড়ে যাচ্ছে। 

দেশের গণতন্ত্র দিবস উপলক্ষ্যে দেয়া একটি ভাষণে বুহারি বলেন, গত দুই বছরে নাইজেরিয়া নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে করতে দেশটি পর্যুদস্ত। এরপর সন্ত্রাসবাদ শক্তির মাথাচাড়া দেয়া দেশটিকে আরও পিছিয়ে দিচ্ছে দিনকে দিন। 

বুহারি আরও বলেন, দেশের যে কোনো ঘটনা, তা ছোট হোক কিংবা বড়- তা তাকে প্রচণ্ড বিচলিত করে তুলছে। ঈশ্বরের নামে শপথ করে তিনি দেশ থেকে সন্ত্রাসবাদ হটিয়ে দেয়ার শপথ নেন। 

দেশের ক্রমবর্ধমান পরিস্থিতিতে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলগুলো থেকে বুহারি প্রতিনিয়ত সমালোচনার মুখোমুখি হচ্ছেন। জনগণ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় চাইছে। সন্ত্রাসবাদ ছাড়াও নাইজেরিয়াতে রয়েছে অর্থনৈতিক এবং মানবেতর নানা সমস্যা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭