কালার ইনসাইড

`ফ্যামিলি ম্যান` হিসেবে কখনো সফল হই, কখনো ব্যর্থ: মনোজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

`ফ্যামিলি ম্যান টু` সিরিজে অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়াচ্ছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। এরই মধ্যে `ফ্যামিলি ম্যান` এর তৃতীয় সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তবে অভিনয়ের বাইরেও একজন ফ্যামিলি ম্যানও বটে। পর্দার বাইরে বেশ সাদামাটা জীবনে বিশ্বাসী এই বলিউড তারকা। বাস্তবের ফামিলি ম্যান হিসেবে তিনি কেমন তা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ি বলেন, `পরিবার হলো সবচেয়ে বাস্তব দুনিয়া, যেখানে আমরা প্রাণে বেঁচে থাকি। `ফ্যামিলি ম্যান` হিসেবে আমিও কখনো সফল হই, কখনো ব্যর্থ। আমি অনেকটা `শ্রীকান্ত`র (সিরিজে মনোজের চরিত্র) মতো বলতে পারেন। পরিবার আর কাজের মধ্যে সমতা বজায় রেখে চলার চেষ্টা করি। আমাদের ছোট্ট পরিবার। আমরা পরস্পরের খুব কাছের। প্রত্যেক স্বামী-স্ত্রীর মধ্যে আলাদা রসায়ন থাকে। আমাদের মধ্যেও আছে। আমাদেরও মতবিরোধ হয়। তবে মেয়েকে ঘিরেই আমাদের সবকিছু। লেখাপড়া থেকে শুরু করে ওর খুঁটিনাটি সবকিছুতে আমাদের নজর থাকে। আমি বন্ধুদের সঙ্গে যা শেয়ার করতে পারি না, স্ত্রীর সঙ্গে তা পারি। স্ত্রী আমার প্রিয় বন্ধু।`

অভিনয়ে নিজের অনুপ্রেরণার কথা জানিয়ে অভিনেতা বলেন, `আমাকে অনেকে প্রভাবিত করেছেন, যেমন নাসিরুদ্দিন শাহ, অমিতাভ বচ্চন, দিলীপ সাহেব, সঞ্জীব কুমার, ওম পুরি, মতিলালজি, বলরাজ সাহানিজিসহ আরও অনেকে। তা ছাড়া আমি এখনকার অভিনেতাদের থেকে অনেক কিছু শিখেছি। কে কে মেনন, ইরফান, নওয়াজ—তাঁরা প্রত্যেকে আমাকে কিছু না কিছু শিখিয়েছেন। তাঁরা দারুণ অভিনেতা। তবে আমাকে অনুপ্রাণিত করেন আমার বাবা আর আমার শিক্ষক ব্যারি জন। তাঁরা আমাকে শিখিয়েছেন পরিশ্রম করতে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে।`

তবে ফ্যামিলি ম্যান থ্রি কবে আসবে এ ব্যাপারে আমাজন আর পরিচালক ভালো বলতে পারবেন বলে জানালেন অভিনেতা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭