ইনসাইড গ্রাউন্ড

যেভাবে বাঁচল এরিকসেনের জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

এ যেন রুদ্ধশ্বাস প্রতীক্ষা পুরো বিশ্ববাসীর। মাঠে হঠাৎ লুটিয়ে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় পুরো বিশ্ব। তবে যাদের প্রচেষ্টায় এরিকসেন আবার শ্বাস নিচ্ছেন, সেই ডেনমার্ক দলের ডাক্তার মার্টিন বুসান জানিয়েছেন কীভাবে বেঁচে ফিরেছেন এরিকসেন।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে বুসান বলেন,  ‘ক্রিশ্চিয়ান মাঠে পড়ে যাওয়ার পর আমাদের ডাকা হয়। আমি তাকে দেখিনি কিন্তু এটা অনেকটা নিশ্চিত ছিলাম যে সে অজ্ঞান হয়ে গেছে।’

‘যখন আমি তার কাছে যাই, পাশে বসি। সে শ্বাস নিচ্ছিল এবং তার পালস কাজ করছিল কিন্তু হঠাৎ সেটা বদলে যায়। এরপর সবাই যেটা দেখেছে, আমরা তাকে সিপিআর দিয়েছিলাম।’

এরিকসেনকে বাঁচানোর কৃতিত্ব বাকিদের দিয়ে তিনি বলেন, ‘মেডিকেল দল ও অন্যান্য স্টাফদের কাছ থেকে সত্যিই অনেক দ্রুত সহায়তা এসেছিল। আমাদের পক্ষে যা কিছু সম্ভব, সবকিছু করেছি। আমরা ক্রিশ্চিয়ানকে ফেরাতে সক্ষম হয়েছি।’

শনিবার ইউরোতে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যেকার ম্যাচের ৪৩তম মিনিট চলছিল তখন। যখন একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন। বল রিসিভের আগেই হারান জ্ঞান, কোনো রকমের সংঘর্ষ ছাড়াই। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সবাই ছুটে যান তার কাছে। পরে হাসপাতালে নেওয়া হয় এরিকসনকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭