ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের চেয়ে বাইডেন কম আবেগী হবেন বলে পুতিনের বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কম আবেগনির্ভর হবেন। 

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন ট্রাম্পের প্রশংসা করেন ঠিকই, তবে তিনি একইসাথে এও বলেন যে বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগী হবেন। তিনি আশা করছেন বাইডেনের তরফ থেকে যুক্তিনির্ভর সমাধান ও বক্তব্য বেশি আসবে। 

পুতিন বাইডেনকে ক্যারিয়ারনির্ভর হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই মানুষটি তার সমগ্র ক্যারিয়ার রাজনীতির পেছনেই ব্যয় করেছেন। তবে বাইডেন রাশিয়াকে নানাদিক থেকে আক্রমণ করতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। বাইডেনের চরিত্রকে একজন “ঠাণ্ডা মাথার খুনী”র সাথে তুলনা করেছেন পুতিন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা দিক থেকে চাপ কিংবা আক্রমণ আশায় অভ্যস্ত হয়ে গিয়েছেন। কোনো কিছুই এখন আর তাকে চমকে দেয় না। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭