ইনসাইড পলিটিক্স

করোনা আক্রান্ত জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2021


Thumbnail

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শনিবার (১২ জুন) জয়নুল আবদিন ফারুকের নমুনা নেওয়ার পর রোববার (১৩ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাকে রোববার (১৩ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জয়নুল আবদিন ফারুক গত সপ্তাহে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ গিয়েছিলেন। সেখানে তার দু’জন স্টাফ করোনা পজিটিভ ছিলেন। তাদের মাধ্যমে জয়নুল আবদিন ফারুক সংক্রমিত হয়ে থাকতে পারেন।

জয়নুল আবদিন ফারুক গত ২০ ফেব্রুয়ারি সস্ত্রীক করোনার প্রথম ডোজ ও মার্চ মাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭