লিভিং ইনসাইড

ছাতা কেনার সময় যেসব বিষয় লক্ষ্য রাখবেন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2021


Thumbnail

আকাশে মেঘের ঘনাঘটা, যখন তখন অঝরে নামছে প্রশান্তির বৃষ্টি। প্রকৃতি জানান দিতে বর্ষা ঋতুর আগমনী বার্তা। কিন্তু বৃষ্টি যেমন হৃদয় শীতল করে তেমনি অস্বস্তিও তৈরী করে। এই বৃষ্টি থেকে বাঁচতে ছাতাই ভরসা। তাই সঙ্গে একটি ছাতা না রাখলে যখন তখন যেখানে সেখানে আটকে পড়তে পারেন। তাই ছাতা ঘরে না থাকলে কিনে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। তবে ছাতা কেনার ক্ষত্রে বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। তা না হলে বাজারের বাহারী ছাতার রূপের মোহে ঠকেও যেতে পারেন। 

বার্মা, থাইল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়ান ছাতার চাহিদা যেমন আছে তেমনি মানেও ভালো। ছাতার বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে মুন, চেরি, শংকর, এটলাস প্রভৃতি অন্যতম। দেশি ব্র্যান্ডের মধ্যে আছে- অ্যাটলাস ও শরীফ ছাতা। বিদেশি ছাতাগুলো দেখতে আকর্ষণীয় হওয়ায় ট্রেন্ডে এখন বিদেশি ছাতার কদর অনেক। 

ছাতার বাজার দর

স্থান ও মার্কেটের ওপর নির্ভর করে ছাতার দামে রকমফের হতে পারে। এক ভাঁজ করা যায় এমন ছাতাগুলো পাওয়া যাবে ১৫০ থেকে ৩০০ টাকায়। দুই ভাঁজের ছাতার দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা ও তিন ভাঁজের ছাতা পাবে ৩৫০ থেকে ১২০০ টাকায়। শিশুদের জন্য কার্টুন ছাতার দাম পড়বে ২৫০ থেকে ৫০০ টাকা। ভাঁজহীন দেশি ছাতা পাওয়া যাবে ১৫০ থেকে ৫৫০ টাকায়। ছাতা ব্যবহারের পর ক্যাপসুলের মতো বক্সে বন্ধ করে রাখা যায়, এমন ছাতাগুলো পাবেন ৮০০ থেকে ৯০০ টাকায়।

ছাতা কেনার সময় যেসব বিষয় খেয়াল করবেন-

১। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি শিকের ছাতা বেশি মজবুত ও টেকসই হয়ে থাকে। এতে মরিচাও ধরে না।

২। ৫-৬ শিকের ছাতার চেয়ে ১০ শিকের ছাতা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যাওয়ার ভয় থাকে না।

৩। শুধু ফ্যাশনের দিকে নজর রেখে ছাতা কেনাটা বোকামি। ফ্যাশনেবল ছাতাগুলো শুধু আকর্ষণীয় হয়; টেকসই হয় না।

৪। ছাতা কেনার সময় এর কাপড় দেখে কিনবেন। বিভিন্ন কাপড়ের ছাতা পাওয়া যায় বাজারে। কাপড়ের মান ভালো কি-না পরীক্ষা করতে পানিতে ভিজিয়ে দেখুন ছাতা।

৫। অনেক সময় ছাতার ছাতার হাতল থাকে পাতলা ও ভঙ্গুর। হাতল যেন টেকসই এবং মজবুত হয়, তা দেখে কিনুন।

৬। টিপ বাটনের ছাতা যদি কিনেন; তাহলে বাটনটি ঠিকমতো কাজ করে কি-না, তা যাচাই করে নিন।

৭। ছাতার ভেতরের সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি-না, তা বারবার খুলে ও বন্ধ করে দেখে নিন।

৮। ছাতা ভেজানোর পর কিছুক্ষণ মেলে রেখে শুকিয়ে তারপর ভাঁজ করে ছাতার ব্যাগে ভরে রাখলে ছাতা ভালো থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭