ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2021


Thumbnail

দীর্ঘ একযুগ পরে ইসরায়েলে ক্ষমতার পালাবদল হলো। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কট্টর জাতীয়তাবাদী ইহুদি নাফতালি বেনেট। ক্ষমতা হারালেন ইসরায়েলের সম্রাট বেঞ্জামিন নেতানিয়াহু। 

গত রবিবার (১৩ জুন) বিকেলে ডান-বাম এবং মধ্যপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত নতুন একটি কোয়ালিশন ৬০-৫৫ ভোটে ইসরায়েলের পার্লামেন্ট ক্নেসেটের অনুমোদন পেয়েছে। 

কোয়ালিশন শরীকদের মধ্যে শুক্রবার (১১ জুন) সই হওয়া চুক্তি অনুযায়ী আগামী দুই বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন নাফতালি বেনেট। তারপর তাকে ক্ষমতা তুলে দিতে হবে মধ্যপন্থী রাজনীতিক ইয়ার লাপিডের হাতে, যিনি নতুন এই কোয়ালিশন তৈরির মূল হোতা ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭