ইনসাইড বাংলাদেশ

হার্ডলাইনে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2017


Thumbnail

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তাঁকে কোনো সংবর্ধনা দিতে দেওয়া হবে না। রাস্তার দুপাশে কোনো জমায়েতও করতে দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১৮ অক্টোবর সন্ধ্যায় বেগম জিয়ার দেশে ফেরার কথা। বেগম জিয়ার দেশে ফেরার দিন বিএনপি ব্যাপক শো-ডাউনের প্রস্ততি নিয়েছে। বিএনপি এবং এর অঙ্গসংঠনগুলোর নেতা-কর্মীদের  বিমানবন্দর থেকে থেকে বনানী পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান নিতে বলা হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এ ধরনের জমায়েতে কোন্দলে থাকা বিএনপির নেতা কর্মীরা পরস্পরের মধ্যে বিরোধে জড়িয়ে যেতে পারে বলে তাদের কাছে খবর আছে। এছাড়া এরকম সমাবেশের আড়ালে নাশকতা ও সন্ত্রাসী ঘটনা ঘটানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর আছে। এজন্য বুধবার বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত জমায়েত বা সমাবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আইন শৃঙ্খলা বাহিনীর একজন উর্দ্ধতন কর্মকর্তা বাংলা ইনসাইডারকে বলেছেন, ‘আমরা জনগণের জানমাল হেফাজতে বদ্ধপরিকর। তাই সমাবেশের নামে কোনো রকম সন্ত্রাসী তৎপরতা সহ্য করা হবে না।’


বাংলা ইনসাইডার/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭