ইনসাইড বাংলাদেশ

সিনহার অভিযোগ বঙ্গভবন থেকে আসছে দুদকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2017


Thumbnail

বঙ্গভবন থেকে প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে উত্থাপিত ১১ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাঠানো হচ্ছে। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আজ কালের মধ্যে বঙ্গভবন সংশ্লিষ্ট ফাইল ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য‘ দুদকে প্রেরণ করবে। বঙ্গভবন থেকে বিচারপতি সিনহার বিরুদ্ধে উত্থাপিত মানি লন্ডারিং, অবৈধ অর্থ রাখাসহ ১১ টি অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রস্তুত হয়েছে। যে কাগজ মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের দিয়েছিলেন সেই কাগজগুলোই দুদকে পাঠানো হবে। বঙ্গভবন থেকে ফাইলটি আইনমন্ত্রণালয় হয় হয়ে দুদকে যাবে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন অভিযোগগুলো পাওয়ার পর প্রাথমিক তদন্ত করবে। সেখানে দুদক দেখবে অভিযোগগুলো ‘আমলযোগ্য’ কিনা এবং তা দুদকের আইনের আওতাযুক্ত কিনা। এরপর কমিশন অভিযোগগুলোর প্রাথমিক অনুসন্ধান করবে। প্রাথমিক অনুসন্ধানের পরপরই দুর্নীতি দমন কমিশন বিচারপতি সিনহাকে নোটিশ প্রদান করবে। একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে নোটিশের জবাব দিতে হবে। এই জবাব পর্যালোচনার পরই কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

দুদকের অতীতের মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, একটি মামলার চার্জশিট হতে অন্তত ৩ মাস সময় লাগে। গত রোববার আইনমন্ত্রী সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘বিচারপতি সিনহার বিরুদ্ধে ১১ অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আপিল বিভাগে বসতে পারবেন না।’ ৩১ জানুয়ারি বিচারপতি সিনহার শেষ কর্মদিবস। তাই তদন্ত মেয়াদে তিনি আর প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারছেন না।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭