লিট ইনসাইড

অজ্ঞাতনামা বইপ্রেমী আনন্দ ছড়িয়ে গেলেন বুকশপে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/06/2021


Thumbnail

অজ্ঞাতনামা এক বইপ্রেমী যুক্তরাজ্যের ওয়াটারস্টোনে চমৎকার একটি দৃষ্টান্ত রেখে গেলেন অন্যান্য বইপ্রেমীদের জন্য। বুকশপে তিনি ১০০ পাউণ্ড দিয়ে যান এবং বলেন এটিকে যেন ১০টি গিফট ভাউচারে বিভক্ত করে দশজন বইপ্রেমীকে উপহার হিসেবে দেয়া হয়, যাতে তারা বই কিনতে উৎসাহী হন। 

বুকশপে কর্মরতা সুজি হান্টন বলেন, আকস্মিক এই ঘটনায় বুকশপের অন্যান্যরা রীতিমতো অবাক এবং একইসাথে আনন্দে উদ্বেলিত। তবে যিনি এই মহৎ দৃষ্টান্তটি রেখে গেলেন, তার নাম-পরিচয় জানা যায়নি। 

তবে সুজি বলেন অজ্ঞাতনামা ওই বইপ্রেমী তার ফ্লাইটের কিছুটা দেরি হয়ে যাবার কারণে বুকশপে ঢুঁ মারতে আসেন এবং চমৎকার এই কাজটি করার আগে বেশকিছু বইও ক্রয় করেন। সুজি এর আগে কখনও লোকটিকে দেখেননি। তবে এইটুকু বলতে পারছেন যে উক্ত ব্যক্তি মধ্যপ্রাচ্যের কোনো দেশে তেল কোম্পানিতে কাজ করেন। 

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে সুজি বলেন, যুক্তরাজ্য এখন খুবই সংকটময় অবস্থার মাঝ দিয়ে যাচ্ছে। ছোট ছোট ভালো কাজের মাধ্যমেও মানুষকে আনন্দ দেয়া যায়। বইপ্রেমীদের এভাবে উৎসাহিত করলে তারা আরও বই কিনতে উদ্যোগী হবে। 

তিনি আরও বলেন, আমার দেখা অন্যতম একটি ভালো কাজের দৃষ্টান্ত এটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭