ওয়ার্ল্ড ইনসাইড

হান জানুই: ক্রমেই ঘনীভূত হচ্ছে চৈনিক এই রহস্যময় ব্যক্তির গল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/06/2021


Thumbnail

মালদহের কালিয়াচকে আটক চীনা নাগরিক হান জানুইকে নিয়ে ঘটনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। প্রাথমিক তদন্তের আগেই তাকে গুপ্তচর হিসেবে ধারণা করলেই এখন মনে হচ্ছে ঘটনা আরও গভীর। 

তদন্তকারীরা আশঙ্কা করছে, হানের শরীরে বয়ে আনা থাকতে পারে কোনো মাইক্রো চিপ। হানের সিটি স্ক্যান করারও কথা বলছেন তারা। ধারণা করা হচ্ছে বড়সড় কোনো সাইবার হামলার পরিকল্পনা নিয়ে হান ভারতে এসেছিলেন। 

হানের কাছ থেকে আটক করা ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড নিয়েও গলদঘর্ম হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সেটি পুরো মান্দারিন ভাষায় পাসওয়ার্ড সুরক্ষিত। এখন মান্দারিন ভাষায় বিশেষজ্ঞ কাউকে খোঁজা হচ্ছে পাসওয়ার্ড বের করার জন্য। জব্দকৃত ল্যাপটপ ও ফোন থেকে অনেক কিছু মিলতে পারে বলে আশা করছে তদন্তকারীরা। 

মঙ্গলবার (১৫ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করবেন মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭