ইনসাইড সাইন্স

ভারতে আর আইনি সুবিধা পাচ্ছে না টুইটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/06/2021


Thumbnail

ভারতে আইনি রক্ষাকবচ হারিয়ে নাজুক অবস্থায় চলে এসেছে টুইটার। ভারত সরকার এবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি পদক্ষেপ নিতে পারবে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে টুইটারের এমনিই সম্পর্ক খারাপ যাচ্ছিল। সেখানে আগুনে যেন ঘি ঢালা হয় গত মঙ্গলবার (১৫ জুন) রাতে। উত্তরপ্রদেশে এক বৃদ্ধকে নিগ্রহের ঘটনাকে টুইটার সাম্প্রদায়িক রূপ দিয়েছে বলে অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যোগীরাজ্যে তাই মামলা করা হয় টুইটারের বিরুদ্ধে।

দিল্লী সূত্রে জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের ওপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয়া হয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারি বিধি লঙ্ঘন করায় মধ্যস্থতাকারী হিসেবে রক্ষাকবচ হারিয়েছে টুইটার। এবার থেকে যেকোনও ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। পদক্ষেপ নেওয়া যাবে অপরাধ আইনে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭