টেক ইনসাইড

২৪ হাজার বছর পর ঘুম ভাঙল আণুবীক্ষণিক জীবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

টানা ২৪ হাজার বছর পর ঘুম ভাঙল রটিফার প্রজাতির এক আণুবীক্ষণিক জীবের। বহুকোষী এই জীবটির ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে। 

আনন্দবাজারের সূত্রে জানা যায়, সম্প্রতি সুদূর উত্তরে সাইবেরিয়া আলাজেয়া নদীর কাছ থেকে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। ১৯৬৬ সালে আণুবীক্ষণিক এই জীবটি প্রথম খুঁজে পেয়েছিলেন জন হ্যারিস। আকারে সর্বোচ্চ আধা মিলিমিটার পর্যন্ত হতে পারে। স্বাদু পানিতেই এদের বেশি দেখা যায়। মুখটি দেখতে চাকার মতো বলে একে হুইল প্রাণী বলা হয়। 

স্বেচ্ছায় এরা প্রতিকূল পরিবেশে দেহের সমস্ত জৈবিক ক্রিয়া বন্ধ করে দিতে পারে। চাইলে মৃতের মতোও নির্জীব হয়ে থাকতে পারে। তবে জীবটির দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার প্রমাণ এর আগেও পেয়েছেন বিজ্ঞানীরা। 

হিমাঙ্কের ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচের তাপমাত্রাতে এক দশক ঘুমিয়ে থাকার রেকর্ড ছিল এই জীবের। তবে এবার সে তার নিজের সব রেকর্ড অতিক্রম করে ফেলেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭