ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়ার খাদ্য সঙ্কট নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি কিমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অবশেষে স্বীকার করলেন যে তার দেশে খাদ্য সঙ্কট চরমাকার ধারণ করেছে। দেশের বর্ষীয়ান নেতাদের সাথে এক বৈঠকে কিম বলেন যে দেশটির খাদ্যের অভাব দিনকে দিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। 

কিম বলেন, দেশটির কৃষিখাত গত বছরের ঘূর্ণিঝড়ের কারণে প্রত্যাশিত ফসলের চাহিদা মেটাতে পারেনি। ঝড়ের কারণে সংঘটিত বন্যায় প্লাবিত হয়েছে কৃষিজমি। 

দেশটিতে খাদ্যের দাম এতই বেড়ে গিয়েছে যে এক কেজি কলার দাম প্রায় ৩২ ডলারে পৌঁছে গিয়েছে। উত্তর কোরিয়া করোনা মহামারী ছড়ানোর ভয়ে সীমান্ত বন্ধ করে দিয়েছে। 

খাদ্য, সার এবং জ্বালানির জন্য উত্তর কোরিয়া এখন চীনের ওপর নির্ভর করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭