ইনসাইড সাইন্স

চীনের নতুন স্পেস স্টেশনে যাচ্ছেন তিন নভোচারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

চীনের নতুন স্পেশ স্টেশন শেংঝু-১২তে যাচ্ছেন তিন নভোচারী। 

এদের নাম হচ্ছে নিয়ে হেইশেং, লিউ বোমিং এবং তাং হংবো। তিয়ানহে মডিউলে চড়ে তারা প্রায় তিনমাসের মতো অন্তরীক্ষে ভ্রমণ করবেন। এসময় তারা প্রায় ৩৮০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। 

গত পাঁচ বছরে এটিই চীনের দীর্ঘতম প্রথম স্পেস মিশন, যেটিতে করে নভোচারীরা ভ্রমণ করছেন। 

আজ বৃহস্পতিবার (১৭ জুন) শেংঝু-১২ ক্যাপসুল সফলতার সাথে উড্ডয়ন করেছে। ৯টা বেজে ২২ মিনিটে (বেইজিং স্থানীয় সময়) গোবি মরুভূমির জিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ক্যাপসুলটি ছেড়ে যায়।  

এই মিশনের মাধ্যমে আগামীতে চীনও যে অন্তরীক্ষে নিজেদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, এটিই প্রমাণিত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭