কালার ইনসাইড

সরকারি অনুদান পেল ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। এই বিভাগে ১০টি ছবিকে ১ কোটি ৭৭ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার (১৬ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে `স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি`র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

১০টি স্বল্পদৈর্ঘ্য`র মধ্যে ৪টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ২০ লাখ টাকা করে। ২টি চলচ্চিত্রের প্রতিটি ১৫ লাখ টাকা করে, দুটি ১৮ লাখ করে, একটি ১৭ লাখ এবং একটি চলচ্চিত্রকে দেয়া হয়েছে ১৪ লাখ টাকা।

এরমধ্যে প্রামাণ্য চলচ্চিত্রের জন্য এ বছর অনুদান পেয়েছেন মেহজাদ গালিব, তাসমিয়াহ্ আফরিন, রাসেল রানা এবং নাসরিন ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রের জন্য)। সাধারণ শাখায় এ বছর অনুদান পেয়েছেন শামসুদ্দীন আহমদ শিবলু, ফজলে হাসান শিশির এবং এমদাদুল হক খান। শিশুতোষ চলচ্চিত্র বিভাগে এ বছর অনুদান পেয়েছেন মেহেদী হাসান অর্ণব ও স্বপ্ন সমুদ্র। এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য নির্মাণের জন্য অনুদান পেয়েছেন শায়লা রহমান তিথি।

এরআগে মঙ্গলবার (১৫ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের  অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। যেখানে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে। সাম্প্রতিক সময়ে এতো সংখ্যক চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়ার রেকর্ড বিরল!



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭