ইনসাইড গ্রাউন্ড

হাথুরুসিংহেই কি সেরা কোচ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল কোচের নাম জানতে চাইলে অকপটে চলে আসবে বর্তমান কোচ চান্ডিকা হাথুরুসিংহের নাম।

তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। যাদের কাঁধে চড়ে ‘সফল’ কোচের ট্যাগ পেলেন তাঁদের সঙ্গে এখন চলছে গড়মসি। শুরুটা টি২০ ফরম্যাট দিয়ে, যার কারণ হিসেবে দেখানো হয়, তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হবে। টি২০ ফরম্যাটে তিনি খেলাবেন তরুণদের যার কারণে হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নেন টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু টার্গেট ছিল আরো সিনিয়র খেলোয়াড়রা।

সিনিয়রদের ছাঁটাই করবেন বলে গুঞ্জন ছিলো, অফ ফর্মে থাকা মাহমুদউল্লাহ্ রিয়াদ টেস্ট থেকে বাদ কিন্তু কোচের পছন্দের খেলোয়াড়দের ফর্ম থাকলেই কি আর না থাকলেই কি, তাঁরা একাদশে থাকবেই। বাংলার ব্র্যাডম্যান খ্যাত মমিনুল টেস্ট থেকে বাদ কারণ রান পাচ্ছে না, আসলে কয় ম্যাচ রান পায়নি তা সবারই জানা। ম্যাচের পর ম্যাচ না বুঝে, নিজের মন মত পরীক্ষা চালানো কেমন কোচিং?

বাংলাদেশ দলে ওয়ানডেতে তিন নম্বর পজিশনে এখনও নির্দিষ্ট কোনো সেট ব্যাটসম্যান নেই, টেস্টে দলও গুছানো নয়। অথচ ব্যাটিং স্পেশালিষ্ট কোচ হিসেবে নতুন এক-দুই জন ব্যাটসম্যান তাঁর কাছ দলের প্রাপ্য। কিন্তু যেই সিনিয়রদের বলে টিকে রয়েছেন তাঁদের নিয়ে শুরু করেছেন ছেলে খেলা?

দেশের কয়েকটি টিভি চ্যানেলের মাধ্যমে জানা যায়, দক্ষিন আফ্রিকা সফরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বনি-বনা হচ্ছে না হেড কোচ হাথুরুসিংহের। এই ধরণের প্রশ্ন ওঠাটাও স্বভাবিক। প্রথম ওয়ানডের আগে সবার মুখে এক কথা তামিম খেলছেন। কিন্তু ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে জানা গেল ইনজুরির কারণে খেলছেন না তামিম।

ম্যাচ প্রিভিউতে স্পষ্টত ছিল তামিম ম্যাচের জন্য ফিট কিন্তু একাদশে নেই। বাতাসে এরকমও গুঞ্জন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন মাশরাফি কিন্তু অধিনায়কের মতকে পাত্তা দেননি কোচ।

তাছাড়া কতটা বিদ্বেষ হলে একজন জাতীয় দলের সিনিয়র এবং স্বনামধন্য ক্রিকেটার আসেন না দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাঠে, এড়িয়ে চলেছেন নিজ ক্রিকেট সঙ্গীদের সঙ্গ, থাকেননি অভিষিক্ত সাঈফুদ্দীনের ক্যাপ হস্তান্তরের সময়। জাতীয় সঙ্গীতের সময় মাঠে উপস্থিত না থাকাটা তামিমের বেশী বাড়াবাড়ি হলেও এর পিছনের কারণ নিশ্চয়ই কোন ঠুনকো ব্যাপার নয়।

তাই অনেকেই বলছেন চলমান দক্ষিণ আফ্রিকা সফরে, টেস্টে মুশফিককে নিয়ে, ওয়ানডেতে তামিম ও মাশরাফিকে নিয়ে মনগড়া সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন। 

আবার ঘরোয়া লিগের পারফর্মারদের দেওয়া হয় না যোগ্য সুযোগ। দিবেনই বা কি করে টাইগার হেড কোচ যে কোন ঘরোয়া লিগের ম্যাচই দেখেন না! তিনিই সম্ভবত প্রথম টাইগার কোচ যিনি ঘরোয়া লিগের কোনো ম্যাচ দেখেন না। এক অর্থে এ যেন প্রতিভা নিয়ে ছিনিমিনি খেলা। কোচের একে পছন্দ না তাই স্কোয়াডে স্থান পাবে না, ওকে পছন্দ তাই সে মূল একাদশেই খেলবেই।

ঘরোয়া ক্রিকেটে ভালো করেও জাতীয় দলে সুযোগ পাওয়া যায় না, যার দায় বিসিবি কোন ভাবেই এড়াতে পারে। আর কিছু প্রশ্ন চলেই আসে, প্রথমত যদি লিগে পারফর্মারদের সুযোগই না দেওয়া হয় তবে কোটি টাকা খরচ করে ঘরোয়া লিগের কি দরকার? দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে তিন ফরম্যাটে সফলতা নেই কেন? আর সবশেষ, প্রতিটি জয়ে রয়েছে আলাদা আলাদা ক্রিকেটারদের ভূমিকা, তাহলে কোচ হিসেবে ক্রিকেটারদের ধারাবাহিকতা কি শিখালেন?

বিশ্বকাপ, বিশ্বকাপ পরবর্তী সফলতা, চ্যাম্পিয়ন্স ট্রফি সফলতা, অজি বধ, ইংলিশ বধ, লংকায় লংকা বধ সবই এই হাথুরুসিংহের অধীনে।  কিন্তু কোনভাবেই শতভাগ কৃতিত্ব কি তাঁকে দেওয়া যায়? এই সাফল্যে মাশরাফির নেতৃত্ব আছে তেমনি মুশফিক-সাকিবেরও অবদান আছে।

পরিশেষে, স্বাধীনতা মানে ঘাড়ে চেপে বসা না, আবেগ নিয়ে তিরস্কার করে টুইট করা নয়। তাই এখনই সঠিক সময় এসব ব্যাপার সমাধান করার, যা এখন হয়তো অনেক ঠুনকো মনে হচ্ছে। 


বাংলা ইনসাইডার/ডিআর 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭