ওয়ার্ল্ড ইনসাইড

বাইডেনের খুনী বলার ব্যাখ্যায় সন্তুষ্ট পুতিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

পুতিনকে কেন খুনী বলেছিলেন, তা ফোন করে ব্যাখ্যা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

গত বুধবার (১৬ জুন) জেনেভায় তাদের বৈঠকের পর পুতিন এমনটিই জানিয়েছেন।  

বৈঠকের পর সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, আক্রমণ তীব্র হয়েছে, এটা নিয়ে তেমন কিছু বলার নেই। প্রেসিডেন্ট বাইডেন তাকে ফোন করে জানিয়েছেন কেন ওরকম কথা বলেছিলেন। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন পুতিন। 

গত মার্চ মাসে এবিসি নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে বাইডেন জানান যে পুতিনকে তিনি খুনী বলে মনে করেন। তার এমন বিস্ফোরক মন্তব্যের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়। 

বুধবারের বৈঠকের পর পুতিন অবশ্য জানান, দু’দেশের রাষ্ট্রদূত আবার নিজেদের পদে ফিরে যাবেন। নিজেদের দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনার ঘটনাকে বেশি বড় করে দেখাতে রাজি হননি পুতিন। বরং বিষয়টি একেবারে সাদামাঠাভাবেই কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭