ওয়ার্ল্ড ইনসাইড

বতসোয়ানায় পাওয়া গেলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

বতসোয়ানায় প্রাপ্ত হীরকটিকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরকখণ্ড বলে দাবি করছে দেশটির সংশ্লিষ্টরা। 

হীরকখণ্ডটির ওজন প্রায় ১,০৯৮ ক্যারেট। দেবসোয়ানার একটি ফার্ম থেকে পাথরটি সংগ্রহ করার দুই হপ্তা পর তা প্রেসিডেন্ট মোগউইতসি মাসিসিকে দেখানো হয়। 

এর আগের দ্বিতীয় বৃহত্তম হীরকটিও বতসোয়ানাতেই পাওয়া গিয়েছিল, ২০১৫ সালে। 

দেবসোয়ানা ডায়মন্ড কোম্পানির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর লিনেট আর্মস্ট্রং বলেন, দেবসোয়ানার ৫০ বছরের ইতিহাসে এমন বড় হীরা পাওয়ার সংবাদ বিরল। তাদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে দেখা যাচ্ছে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরকখণ্ড হতে যাচ্ছে। 

দ্বিতীয় বৃহত্তম হীরা, লেসেদি লা রোনা, বিক্রি হয়েছিল ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে। ১৯০৫ সালে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হীরক কালিনান ডায়মন্ড। এটি ওজনে ছিল প্রায় ৩,১০৬ ক্যারেট। 

উল্লেখ্য, বতসোয়ানা আফ্রিকার বৃহত্তম হীরক উৎপন্নকারী দেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭