ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে গেরিলা যোদ্ধা ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2021


Thumbnail

মিয়ানমারে গণতন্ত্র কর্মীদের মধ্যকার আন্দোলন আরও বেগবান হচ্ছে। বন্দুকের গুলিকে ভয় না পেয়ে কর্মীরা বিক্ষোভ করছে। তবে সেনা সরকার বিক্ষোভকারীদের ওপর বন্দুকের নল উঁচিয়েই রেখেছে সেনা সরকার। এই ঘটনায় মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ দূত তীব্র নিন্দা করেছেন। 

গত মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় গেরিলা সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের সঙ্গে সংঘর্ষ হয় সেনাবাহিনীর। নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হন। অগ্নিসংযোগ করা হয় বাড়িঘরে। 

রয়টার্সের সূত্রে জানা যায়, আগুনে গ্রামের প্রায় সব বাড়িই পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, নাসার ফায়ার ট্র্যাকিং সিস্টেমে তা রেকর্ড হয়েছে। মিয়ানমার সেনাদের অতর্কিত গুলিতে আগেই গ্রাম ছাড়তে বাধ্য হন অনেকেই। 

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭